বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিরাপত্তা পরিষদে আলেপ্পো প্রস্তাব ভেটো দেয়নি রাশিয়া

সিরিয়ার পূর্ব আলেপ্পোতে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নে উত্থাপিত প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে সোমবার পাস হয়েছে। মূলত এবার রাশিয়া ভেটো না দেওয়ায় এটি পাস হয়। সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ পর্যবেক্ষণ এবং শহরটিতে থাকা বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে প্রস্তাবটিতে। ধারণা করা হচ্ছিল রাশিয়া হয়তো বরাবরের মতো এবারও সিরিয়া সংক্রান্ত প্রস্তাবটিতে ভেটো দেবে। কারণ ২০১১ সালের পর থেকে একই রকম ছয়টি প্রস্তাবে ভেটো দিয়েছিল দেশটি। তবে এবার তা করা থেকে বিরত থাকে দেশটি। ফলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।

এদিকে, গত রবিবার থেকেই পূর্ব আলেপ্পো ও ইদলিব প্রদেশ থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরানোর কাজ পুনরায় শুরু হয়েছে। সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যকার এক সমঝোতার আওতায় এ প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব আলেপ্পোসহ কয়েকটি এলাকায় হাজার হাজার বেসামরিক নাগরিক ও বিদ্রোহী সরকারি বাহিনীর সাম্প্রতিক কঠোর অভিযানের মুখে আটকা পড়েছেন। বিবিসি

সর্বশেষ খবর