শিরোনাম
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাহারা থেকে মোদি কোটি কোটি রুপি ঘুষ নিয়েছেন : রাহুল

কলকাতা প্রতিনিধি

সাহারা থেকে মোদি কোটি কোটি রুপি ঘুষ নিয়েছেন : রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহারা কোম্পানির কাছ থেকে কোটি কোটি রুপি ঘুষ নিয়েছেন। এই অভিযোগ করেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। গতকাল মোদির রাজ্য গুজরাটে দাঁড়িয়ে এই অভিযোগ আনেন রাহুল। গুজরাটের মেহসনায় একটি জনসভায় বক্তৃতাকালে মোদির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ  পেশ করেন তিনি। রাহুল বলেন, আয়কর দফতরের নথি বলছে, ২০১৩-১৪ সালে ছয় মাসে সাহারা গোষ্ঠী থেকে মোট ৯ দফায় কোটি কোটি রুপি নিয়েছিলেন মোদি। সাহারার পাশাপাশি মোদি বিড়লা গোষ্ঠীর কাছ থেকেও রুপি নিয়েছিলেন বলে অভিযোগ রাহুলের। এ দিনের জনসভায় মোদির বিরুদ্ধে রুপি নেওয়ার বিস্তারিত প্রমাণ পেশ করেন রাহুল। তিনি বলেন, ২০১৪ সালের ২২ নভেম্বর সাহারার দফতরে হানা দিয়ে একটি নথি উদ্ধার করে আয়কর বিভাগ। এ দিন সেই নথি তুলে ধরে রাহুল দাবি করেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সাহারার কাছ থেকে রুপি নিয়েছেন মোদি। ২০১৩ সালের ১৩ অক্টোবর প্রথম রুপি পাঠানোর কথা উল্লেখ রয়েছে সাহারার উদ্ধার হওয়া নথিতে। সে সময় পাঠানো হয়েছিল আড়াই কোটি রুপি। এরপর ১২ নভেম্বর ৫ কোটি রুপি, ২৭ নভেম্বর আড়াই কোটি রুপি, ২৯ নভেম্বর ফের ৫ কোটি, ৬ ডিসেম্বর ৫ কোটি রুপি, ১৯ ডিসেম্বর আরও ৫ কোটি রুপি ঢোকে মোদির অ্যাকাউন্টে। পরের বছর ২০১৪ সালের ১৩ জানুয়ারি মোদিকে দেওয়া হয় ৫  কোটি রুপি এবং ২৮ জানুয়ারি ও ২২ ফেব্রুয়ারি আরও ৫  কোটি রুপি করে প্রধানমন্ত্রীকে দেয় সাহারা গোষ্ঠী।

রাহুলের হাতে থাকা ওই নথিতে আয়কর কর্মকর্তাদের স্বাক্ষর রয়েছে বলেও দাবি করেন রাহুল। তার আরও অভিযোগ, ২০১২ সালে বিড়লাদের কাছ থেকেও ১২ কোটি রুপি নিয়েছিলেন মোদি। পুরো ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও জানান কংগ্রেস সহসভাপতি।

সর্বশেষ খবর