শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এখন আর ভূমিকম্পের কোনো সম্ভাবনা নেই

রাহুলকে কটাক্ষ মোদির

কলকাতা প্রতিনিধি

গত সপ্তাহেই সংসদের বাইরে সাংবাদিকদের কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে নোট বাতিল ইস্যুতে তাকে সংসদে বলতে দেওয়া হচ্ছে না। যদি তাকে বলতে দেওয়া হয় তবে ভূমিকম্প হবে। রাহুল এও দাবি করেছিলেন যে তার কাছে মোদির বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অনেক তথ্য-প্রমাণ রয়েছে। এরপরই গত বুধবার গুজরাটের একটি সভা থেকে মোদির বিরুদ্ধে সাহারা কোম্পানি থেকে রুপি নেওয়ার অভিযোগ করেছিলেন রাহুল। ২৪ ঘণ্টা না যেতেই রাহুলকে কটাক্ষ করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ  মোদি। গতকাল নিজের নির্বাচনী কেন্দ্র বারানসীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ইস্যুতে কংগ্রেস সহ-সভাপতিকে কটাক্ষ করে মোদি বলেন ‘ওদের একজন নতুন যুবনেতা রয়েছেন। এতদিন কথাই বলতেন না কিন্তু ইদানিং উনি কথা বলতে শুরু করেছেন। হাত-পা ছুঁড়ে গরম গরম ভাষণ দিচ্ছেন। তাকে ভাষণ দিতে দেখে আমার খুব ভালো লাগছে’। রাহুলকে প্যাকেটের সঙ্গে তুলনা করে মোদি বলেন ‘২০০৯ সালেও আমি বুঝিনি যে এই প্যাকেটের ভিতর কি আছে? এখন আমরা বুঝতে পারছি যে প্যাকেটের ভিতর কি আছে, আর কি নেই। যদি তিনি কথা না বলতেন তবে ভূমিকম্প হতে পারত। আর ভূমিকম্প হলে দেশের মানুষকে দশ বছর ধরে তার মোকাবিলা করতে হত। সুখবর হলো এই যে, উনি (রাহুল) কথা বলতে শুরু করেছেন...তাই এখন আর ভূমিকম্পের সম্ভাবনা নেই।’ যারা কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের বিরোধিতা করছে তাদের পাকিস্তানের সঙ্গে তুলনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান থেকে বিরোধীদের এক হাত নিয়ে মোদি বলেন ‘ভারতে জঙ্গি অনুপ্রবেশের সময় পাকিস্তান যেভাবে কভার ফায়ারিং করে ঠিক তেমনি ভারতের সংসদেও বিরোধীরা হট্টগোল বাধাচ্ছে’।

মোদি ক্ষোভ ঝাড়তে ছাড়েননি দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও। মোদি বলেন, ‘কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং একসময় বলেছিলেন যে দেশে ৫০ শতাংশ গরিব মানুষ রয়েছেন, সেখানে কি করা যেতে পারে...’ আমার প্রশ্ন উনি কি নিজের রিপোর্ট কার্ড দিচ্ছেন, না কি আমার রিপোর্ট কার্ড দিচ্ছেন? দেশে ৫০ শতাংশ গরিবের দায় কাদের?’

সর্বশেষ খবর