শিরোনাম
শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মসুলে যুদ্ধের শিকার শিশুরা : অ্যামনেস্টি

মসুলে যুদ্ধের শিকার শিশুরা : অ্যামনেস্টি

ইরাকের মসুল শহরে শিশুরা যুদ্ধের শিকার হচ্ছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে। সেখানে ইরাকি বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের লড়াইয়ে শিশুরা হতাহত হচ্ছে। পাশাপাশি তারা যুদ্ধক্ষেত্রের বীভৎসতা প্রত্যক্ষ করছে বলে সংস্থাটি গতকাল এক বিবৃতিতে জানায়। ইরাকের আইএস অধিকৃত সর্বশেষ এই নগরী পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে সরকারি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। মসুলের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকা থেকে সরকারি বাহিনী জিহাদিদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে। সংস্থাটির মুখপাত্র ডোনাটেলা রোভেরা এক বিবৃতিতে বলেন, ‘মসুলে শিশুরা উভয়পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে যাচ্ছে। তারা যুদ্ধক্ষেত্রের এমন বীভৎস কিছু চিত্র দেখছে যা কোনো বয়সেই কারও দেখা উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘আমি এমন শিশুদের সঙ্গে দেখা করেছি, যারা মারাত্মক আহত হয়েছে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো তারা গোলার আঘাতে, গাড়ি বোমা বা মাইন বিস্ফোরণে তাদের পরিবারের সদস্য বা প্রতিবেশীদের ছিন্নভিন্ন হওয়া লাশ দেখেছে। তারা চোখের সামনে তাদের বাড়িঘরকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছে।’ এএফপি।এদিকে, দেশটির উত্তরাঞ্চলে ইরানের বিরোধীদলীয় কুর্দি পার্টির একটি কার্যালয়ে বোমা হামলায় অন্ততপক্ষে সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিবিসি একথা জানিয়েছে। খবরে বলা হয়, মঙ্গলবার দিনের শেষভাগে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ও বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এ ঘটনা ঘটে। ইরবিলের পূর্বে কই সানজাকে ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান (পিডিকেআই)’র সদর দফতরের সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে কুর্দি বাহিনী। ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে আইএস জঙ্গিরা আগে একই ধরনের হামলা চালিয়েছিল।  অবশ্য কুর্দি অধ্যুষিত ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্বায়ত্বশাসনের দাবিতে দশকের পর দশক ধরে ইরানের রেভ্যুলুশনারি গার্ডের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে পিডিকেআই।  এএফপি, বিবিসি

সর্বশেষ খবর