শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আফগান এমপির বাড়িতে জঙ্গি হামলা নিহত ৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির একজন আইনপ্রণেতার বাড়িতে হামলা চালিয়ে আটজনকে  হত্যা করে দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের মধ্যে এমপি ও তার স্ত্রী রয়েছে। বিবিসি বলছে, হেলমান্দ থেকে নির্বাচিত আইনপ্রণেতা মির ওয়ালি এ হামলায় বেঁচে গেলেও তার দুই নাতি নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, অস্ত্রধারীরা বেশ কয়েকজনকে জিম্মি করেছে। এদিকে গতকাল ১০ ঘণ্টার অভিযান শেষে ১৮ জিম্মিকে মুক্ত করেছে নিরাপত্তাবাহিনী। এ সময় তিন বন্দুকধারী নিহত হয়। গত বুধবার সন্ধ্যায় অস্ত্রধারীরা হামলা চালায়। তাদের মধ্যে অন্ততঃপক্ষে একজন বিস্ফোরকের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়। তালেবান জানায়, বাড়িটিতে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জড়ো হয়েছিলেন। এ কারণে সেখানে আত্মঘাতী হামলা চালানো হয়।

সর্বশেষ খবর