মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিরোধী জোট গড়তে দিল্লিতে মমতা

বিরোধী জোট গড়তে দিল্লিতে মমতা

নোট সংকট ইস্যুতে পরবর্তী রণকৌশল স্থির করতে গতকাল বিরোধী দলগুলোর ফোরাম দিল্লিতে একত্রিত হওয়ার কথা। এর এই বৈঠকে যোগ দিতে গতকালই কলকাতা থেকে দিল্লিতে উড়ে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত কংগ্রেসের ডাকে নয়াদিল্লিতে বৈঠকে বসার কথা ছিল অন্তত ১৬টি বিরোধী দলের। তার আগেই বৈঠকে যোগ না দেওয়ার ঘোষণা দেয় সিপিএম। দলটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, আলোচনা ছাড়াই বৈঠকের দিনক্ষণ ঠিক করা হয়েছে। তাই হঠাত্ এই বৈঠকে হাজির থাকা সম্ভব নয়। শুধু সিপিএম নয়, জেডিইউ, বসপা, এনসিপি, আপও বৈঠকে যোগ দিচ্ছে না বলে খবর। সপা বৈঠকে যাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি কিন্তু বিরোধী ঐক্য ধরে রাখার প্রশ্নে কোনো আপসের পক্ষপাতী নন। নয়াদিল্লিতে কংগ্রেসের ডাকা বৈঠকে তিনি উপস্থিত থাকছেন বলে তৃণমূল সূত্রের খবর। মমতা ব্যানার্জি প্রথমে স্থির করেছিলেন, তিনি নিজে বৈঠকে যাবেন না, কোনো প্রতিনিধিকে পাঠাবেন। কিন্তু বৈঠকে তার উপস্থিতিই চাইছেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। ফলে গতকাল সকালে দিল্লির উদ্দেশে কলকাতা ছাড়েন মমতা। এদিকে সিপিএম নেতা ইয়েচুরি গতকাল দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে সিপিএমের কোনো প্রতিনিধি থাকছেন না। তিনি বলেন, ‘এই ধরনের বৈঠক সাধারণত সব দলের সঙ্গে আলোচনা করেই ডাকা হয়। কিন্তু কংগ্রেস কোনো আলোচনা না করেই বৈঠকের দিন ঘোষণা করেছে। তাই বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়।’

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গোড়া থেকেই নোট বাতিলের সমর্থনে সরব। আবার দলের আরেক প্রবীণ নেতা তথা সাংসদ শরদ যাদব নোট বাতিলের বিরোধিতা করে প্রথম থেকে কংগ্রেসের পাশে রয়েছেন। সেই টানাপড়নে শেষ পর্যন্ত নীতীশ কুমারেরই জয় হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি নীতীশ দলের সভাপতিও। দলের নিয়ন্ত্রণও তার হাতেই। তাই শরদ যাদবের ইচ্ছা থাকলেও জেডিইউ শেষ পর্যন্ত বৈঠকে যাবে না বলে জানা গিয়েছে। বৈঠকে যোগ দিচ্ছে না মায়াবতীর বসপা-ও। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বসপা বেশ কিছু দিন ধরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে।

সর্বশেষ খবর