মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
রুশ বিমান বিধ্বস্ত

১১ মরদেহ উদ্ধার, অভিযান চলছে

১১ মরদেহ উদ্ধার, অভিযান চলছে

৯২ আরোহী নিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ২৪ ঘণ্টা পর ১১ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বাকিদের মরদেহ উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে রুশ নৌবাহিনী। এদিকে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার কারণ এখনো জানা যায়নি। তবে দেশটির পরিবহনমন্ত্রী ম্যাক্সিম সকোলভ দাবি করেছেন, দুর্ঘটনার পেছনে কোনো ধরনের সন্ত্রাসী তত্পরতা নেই। বরং এর পেছনে কারিগরি ত্রুটি বা পাইলটের ভুল থাকতে পারে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও এক্ষেত্রে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা। রাশিয়ার টিইউ-১৫৪ বিমানটি গতকাল সকালে ৮৪ যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র সোচির অ্যাডলার বিমানবন্দর থেকে উড্ডয়নের দুই মিনিট পরই বিমানটি রাডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। অবশ্য বিমানটি প্রথমে মস্কোর একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তেল নেওয়ার জন্য অ্যাডলার বিমাবন্দরটিতে অবতরণ করেছিল। সেখান থেকে উড্ডয়নের পরপরই কৃষ্ণ সাগরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। দুর্ঘটনার কারণ প্রসঙ্গে পরিবহনমন্ত্রী সকোলভ বলেন, ‘বিধ্বস্তের সম্ভাব্য কারণের মধ্যে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা আমরা এই মুহূর্তে দেখছি না। তাই আমরা মনে করছি, হয় কারিগরি ত্রুটি বা পাইলটের ভুলে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে আমি জোর দিয়ে বলছি, কেবল তদন্তই এ বিষয়ে নিশ্চিতভাবে আমাদের কিছু জানাবে।’ এদিকে, আরোহীদের মরদেহ উদ্ধার ও বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডারের খুঁজে অনুসন্ধান অভিযান আরও জোরদার করা হয়েছে। আরও বেশিসংখ্যক জাহাজ, ডুবুরি ও হেলিকপ্টার উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ৪৫টি সমুদ্রযান, ৫টি হেলিকপ্টার ও ড্রোন অংশ নিয়েছে। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর