মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

ভারত গতকাল ‘অগ্নি-৫’ নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উড়িষ্যা রাজ্যের হুইলার দ্বীপ থেকে গতকাল সকাল ১১টা ৫ মিনিটে এ পরীক্ষা চালানো হয়। অগ্নি সিরিজের সবচেয়ে বেশি পাল্লার এ ক্ষেপণাস্ত্রটি দেড় টন ওজনের পারমাণবিক বোমা (ওয়ারহেড) পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে বহন করতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও’র কর্মকর্তারা এ ঘটনাকে ‘চমত্কার মুহূর্ত’ ও ‘বড় ধরনের সফলতা’ বলে বর্ণনা করেছেন। এ সংস্থাটিই ক্ষেপণাস্ত্রটির নকশা করেছে ও এটি তৈরি করেছে। সফল এ পরীক্ষার মধ্য দিয়ে দেশটি পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। গত বছর ৩১ জানুয়ারি ‘অগ্নি-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাটি চালিয়েছিল। এটির পাল্লার ৪ হাজার কিলোমিটার। অগ্নি সিরিজের প্রতিটি ক্ষেপণাস্ত্রই ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত। দ্য হিন্দু অনলাইন।

সর্বশেষ খবর