মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ঘূর্ণিঝড় নক টেন

ফিলিপাইনে ‘রেড অ্যালার্ট’ জারি

শক্তিশালী ঘূর্ণিঝড় নক টেন-এর জন্য ফিলিপাইনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ফিলিপাইন উপকূলে ইতিমধ্যেই এটি আঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল দিনের আরও পরের দিকে ঘূর্ণিঝড়টি দেশটির জনবহুল শহর ম্যাইনলায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবরে জানানো হয়, রবিবার ঘূর্ণিঝড় নক টেন দেশটির পূর্ব উপকূলে আঘাত হানার পর ক্রমেই দুর্বল হয়ে পড়ে। আবহাওয়া অধিদফতর বলছে, উপকূলে এখন ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাস বইছে। পূর্ব সতর্কতা হিসেবে ওই উপকূল থেকে কয়েক হাজার লোককে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতের কারণে অনেক জায়গায় বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়েছে। অনেক এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। কিন্তু এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিবিসি।

সর্বশেষ খবর