ভারতের প্রখ্যাত পুরোহিত বাসুদেবানন্দ সরস্বতী প্রত্যেক হিন্দু দম্পতিকে কমপক্ষে ১০টি করে সন্তানের জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন। ঈশ্বরই এই সন্তানদের দেখাশোনা করবেন বলেও তার অভিমত। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস আয়োজিত এক সম্মেলনে রবিবার এ মন্তব্য করেন তিনি। ‘ধর্ম সংস্কৃতি মহাকুম্ভ’ শীর্ষক নাগপুরে আয়োজিত তিনদিনের এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের জনসংখ্যা কমে যাওয়া ও হিন্দু ধর্মের প্রভাব হ্রাস কীভাবে ঠেকানো যায় তা নিয়ে আলোচনা করা। স্বামী বাসুদেবানন্দ সরস্বতী বলেন, ‘ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে ‘দুই সন্তান নীতি’ চালু করা হয়েছিল হিন্দুদের তা এবার প্রত্যাখ্যান করার সময় এসেছে। প্রত্যেক হিন্দু মায়ের অন্তত দশটি করে সন্তানের জন্ম দেওয়া উচিত। টাইমস অব ইন্ডিয়া।