সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ক্ষেপণাস্ত্র পরীক্ষার শেষ ধাপে উত্তর কোরিয়া

ক্ষেপণাস্ত্র পরীক্ষার শেষ ধাপে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার শেষ ধাপে পৌঁছে গেছে বলে দাবি করেছেন দেশটির নেতা কিম জং উন। তার দেশ আন্তঃমহাদেশীয় এ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটির উন্নয়নের শেষ ধাপে রয়েছে বলে খ্রিস্টীয় নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় গতকাল জানিয়েছেন তিনি। দেশটি গত বছর দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত দেশটির তৈরি সবচেয়ে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব তত্পরতার মধ্য দিয়ে বিশ্বে বিশেষ করে পশ্চিমাদের মনে আতঙ্ক জন্মেছে যে দেশটি হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করে ফেলেছে। তবে দেশটি এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে সফলতা পায়নি। শুভেচ্ছা বার্তায় কিম জং উন বলেন, ‘সর্বাধুনিক অস্ত্রের উপাদান নিয়ে গবেষণা ও উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আইসিবিএম (ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল) রকেটের পরীক্ষামূলক উেক্ষপণের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।’ তার দেশ এখন প্রাচ্যের একটি সেনা শক্তিকে পরিণত হয়েছে যেটিকে এমনকি সবচেয়ে কঠিনতম শত্রুও স্পর্শ করতে পারবে না বলে দাবি করেন তিনি। এদিকে, পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, পারমাণবিক ওয়ারহেড যুক্ত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির ধাপ থেকে দেশটি এখনো কয়েক বছর পিছিয়ে রয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর