সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মার্কিন সেনাবাহিনীতে হিজাব-দাড়ির অনুমোদন

মুসলিম সেনা সদস্যদের হিজাব ও দাড়ি রাখার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মুসলমান ও শিখ সম্প্রদায়ের ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তাদের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে। মুসলিম নারীরা সেনাবাহিনীর কাজগুলো হিজাব পরে করতে সক্ষম হলে অনুমতি দিতে আপত্তি নেই কর্তৃপক্ষের। একইভাবে শিখদের পাগড়ি ও দাড়ি এবং মুসলমানদের দাড়ি রাখার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে মার্কিন সেনাবাহিনী। গতকাল ফক্স নিউজ তাদের এক প্রতিবেদনে একথা জানায়। অবশ্য গত মঙ্গলবারই এই অনুমোদন দেয় দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর বক্তব্য অনুসারে, এখন থেকে দাড়ি রাখার জন্য, পাগড়ি পরার জন্য বা হিজাব ব্যবহারের জন্য আবেদন করতে পারবে অধিনায়ক পদধারী সেনা কর্মকর্তারা। যদিও সাধারণ সেনাদের এখনো এর জন্য যোগ্য বলে বিবেচনা করা হচ্ছে না। শুধু ক্যাপ্টেন পদধারী নারী-পুরুষেরা এ আবেদন করতে পারবেন। আর তা করা হলে সার্বিক দিক বিবেচনা করে মার্কিন  সেনাবাহিনী ধর্মীও এই নীতি মেনে কাজ করার অনুমতি দেবে। ফক্স নিউজ।

সর্বশেষ খবর