শিরোনাম
শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মালি সেনাঘাঁটিতে হামলায় নিহত ৬০

মালির উত্তরাঞ্চলীয় এক সেনাঘাঁটিতে বুধবার একটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ৬০ সেনাসদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১১৫ জন সেনাসদস্য ও সাবেক যোদ্ধা। স্থানীয় আল কায়েদা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়। শান্তি আলোচনার লক্ষ্যে ফ্রান্সের সঙ্গে যারা সহযোগিতা করছেন তাদেরকে শাস্তি দিতেই এ হামলা চালানো হয় বলে বিবৃতিতে বলা হয়। খবরে বলা হয়, এক আত্মঘাতী হামলাকারী নিজের সঙ্গে থাকা বিস্ফোরক দ্রব্য নিয়ে মালির গাও সেনা ক্যাম্পের কাছে বিস্ফোরণ ঘটায়। এতে উক্ত হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে হামলকারীর নাম আবদুল হাদি আল ফুলানি বলে জানায়। মালির পররাষ্ট্রমন্ত্রী আন্দোলয়ে দিওপ এ হামলাকে কাপুরুষোচিত জঘন্য বলে মন্তব্য করেছেন। নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালে একটি জঙ্গিগোষ্ঠী মালির উত্তরাঞ্চলের মরুভূমি এলাকা দখলে নেওয়ার পর থেকেই সেখানে সহিংসতা চলছে। গত জুলাইয়ে মধ্যঞ্চলীয় শহর নাম্পালার একটি সামরিক ঘাঁটিতে হামলায় ১৭ সেনা নিহত হয়। এনডিটিভি।

সর্বশেষ খবর