সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

২০ বছর পর ডায়ানার ভাস্কর্য

২০ বছর পর ডায়ানার ভাস্কর্য

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ২০ বছর পর ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছে দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। মায়ের স্মৃতিকে উজ্জ্বল করতেই তাদের এ উদ্যোগ বলে গণমাধ্যমের এক প্রতিবেদনে জানিয়েছে। ভাস্কর্যটি ডায়ানার সাবেক বাড়ি কেনসিংটন প্রাসাদে রাখা হবে এবং এটি হবে সবার জন্য উন্মুক্ত। ভাস্কর্যের সম্ভাব্য ডিজাইন চূড়ান্ত করতে ৬ সদস্যের একটি সিলেকশন কমিটি করা হয়েছে। এতে ডায়ানার বোন লেডি সারাহ ম্যাক কনকুইডেলও আছেন। নাতিদের এ উদ্যোগে সমর্থন জানিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। মনে করা হচ্ছে, ডায়ানার ২০তম মৃত্যুবার্ষিকীর আগেই জনগণের সামনে এ ভাস্কর্য উন্মোচন করা হবে। উইলিয়াম ও হ্যারি এক বিবৃতি বলেছেন, ‘আমাদের মায়ের মৃত্যুর পর ২০ বছর পেরিয়ে  গেছে। একটি ভাস্কর্য স্থাপনের মাধ্যমে যুক্তরাজ্য ও সারা বিশ্বে তার ইতিবাচক প্রভাব উপস্থাপনের এটাই সঠিক সময়। আমাদের মা অনেক জীবনকে স্পর্শ করেছেন। আমরা আশা করি, কেনসিংটন প্রাসাদ পরিদর্শনে যাবেন ভাস্কর্যটি তাদের কাছে তার (ডায়ানার) জীবন ও কর্মকে প্রতিফলিত করবে।’ প্রিন্সেস ডায়ানা, বিশ্বব্যাপী তার সামাজিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত। প্রসঙ্গত, প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালের ৩১ আগস্ট রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় মারা যান। তখন তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। বিবিসি।

সর্বশেষ খবর