শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

সামরিক আদালত ফের চালু!

পাকিস্তান ফের গোপন সামরিক আদালত চালু করছে। এ জন্য একটি বিলও পাস করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। তাদের এই পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। ২০১৫ সালে পেশওয়ারে পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানের হামলায় ১৩৪ শিশু নিহত হওয়ার পর ওই আদালত চালু করা হয়েছিল। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত বেসামরিক লোকদের বিচারের জন্য দুই বছর মেয়াদে আদালতটি প্রতিষ্ঠা করা হয়েছিল। গত ৭ জানুয়ারি এর মেয়াদ শেষ হয়ে যায়।  বিবিসি

হামলার ষড়যন্ত্র নস্যাৎ

লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে পাকিস্তানের এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স (এএসএফ)। গতকাল বিমানবন্দরে প্রবেশ পথে একটি গাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাহিনীটি। এদিন সকালে বিমানবন্দরের তল্লাশি চৌকিতে একটি গাড়ি থামিয়ে তাতে তল্লাশি চালায় এএসএফ জওয়ানরা। বাহিনীটির কর্মকর্তারা জানিয়েছেন, তল্লাশির সময় গাড়িটিতে একটি স্বয়ংক্রিয় রাইফেল ও প্রচুর গুলি পাওয়া যায়। গাড়িটির চালককে লাহোরের বাসিন্দা হিসেবে শনাক্ত করে গাড়িসহ পুলিশে সোপর্দ করা হয়েছে। দ্য ডন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর