বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে উল্টোপথে মার্কিন রণতরী!

উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে উল্টোপথে মার্কিন রণতরী!

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার পরই উত্তর কোরিয়াকে শায়েস্তা করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য কোরীয় উপদ্বীপের উদ্দেশে মার্কিন বৃহৎ নৌবহরকে পাঠানোর নির্দেশ দেন ট্রাম্প। রওনা হয় সেই নৌবহর বা বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপ। কিন্তু সেই রণতরী এখন কোরীয় উপদ্বীপের দিক থেকে অন্য পথে নেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানায়, উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে যে মার্কিন বিমানবাহী রণতরীকে কোরিয়া উপদ্বীপে মোতায়েন করার দাবি করা হয়েছিল সেই ভিনসন স্ট্রাইক গ্রুপ এখন উত্তর কোরিয়ার দিকে না গিয়ে উল্টো পথে অস্ট্রেলিয়ার দিকে যাত্রা করেছে। যুদ্ধাংদেহী মনোভাব থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার আভাস পাওয়া গেছে এশিয়া সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সবশেষ প্রতিক্রিয়ায়। গত ৮ এপ্রিল মার্কিন নৌবাহিনী জানিয়েছিল, ‘হুমকির জবাব হিসেবে’ কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানো হয়েছে। তখন মার্কিন সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ড জানিয়েছিল, ‘উত্তর কোরিয়ার ক্রমাগত দায়িত্বহীন পারমাণবিক পরীক্ষা চালানো ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলার মাধ্যমে যে ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে, তা মোকাবিলার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’  বিবিসি

সর্বশেষ খবর