শিরোনাম
সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
জ্যোতিষের দাবি

১৩ মে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে!

১৩ মে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে!

আফগানিস্তানে ১০ টন ওজনের ‘বোমার মা’কে নিক্ষেপ, সিরিয়ার একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সর্বশেষ উত্তর কোরিয়াকে শায়েস্তা করতে মার্কিন যুদ্ধবিমান বহনকারী রণতরী ইউএসএস কার্ল ভিনসন কোরীয় উপদ্বীপের উদ্দেশ্যে রওনা আবার আমেরিকায় পরমাণু হামলার হুমকি উত্তর কোরিয়ার। সবকিছু মিলে যুদ্ধ যুদ্ধ আবহে উত্তপ্ত গোটা বিশ্ব। এ অবস্থায় বিশ্বযুদ্ধের জল্পনাকে আরও উসকে দিলেন ক্লেয়ারভয়ান্ট হোরাসিও ভিলেগাস নামে এক ভবিষ্যৎ বক্তা। তিনি একজন স্বঘোষিত ‘দেব দূত’।  হোরাসিওর দাবি, আগামী ১৩ মে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে! এক ব্রিটিশ সংবাদপত্রে দাবি করা হয়, ট্রাম্পই যে পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন, প্রেসিডেন্ট নির্বাচনের বেশ কয়েক দিন আগেই তা জানিয়েছিলেন নাকি ইনিই। এই খবর সামনে আসতেই প্রচারে আসেন এই ভবিষ্যৎ বক্তা। ভিলেগাসের দাবি, এই মুহূর্তে সিরিয়া নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে একটা চাপা উত্তেজনা চলছে। অন্যদিকে, উত্তর কোরিয়াও আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত তারা।

সর্বশেষ খবর