মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
নওয়াজের দুর্নীতি মামলা

যৌথ তদন্তে ‘যথাযথ ভূমিকা’ রাখবে পাক সেনাবাহিনী

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার পরিবারের দুর্নীতি তদন্তে সুপ্রিম কোর্টের যৌথ তদন্ত দলে দেশটির সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে। গতকাল দেশটির সেনাবাহিনীর রাউয়ালপিন্ডি সদর দফতরে এক সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তারা এমন মতামত দিয়েছেন। পরে সেনাবাহিনীর আইএসপিআর এক বিবৃতিতে এ কথা পুনর্ব্যক্ত করে।

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতির বিষয়ে পানামা পেপারস কেলেঙ্কারির এক মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট গত ২০ এপ্রিল রায় দিয়েছে। এতে বলা হয়, তদন্তে নওয়াজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার ক্ষেত্রে যথাযথ তথ্যপ্রমাণ মেলেনি। তবে এ ক্ষেত্রে অধিকতর তদন্তের জন্য একটি যৌথ তদন্ত দল (জেআইটি) গঠনের সুপারিশ করেছে ওই আদালত। সেনা সদর দফতরের বৈঠকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের দুর্নীতি ঘিরে সুপ্রিম কোর্টের রায় ও যৌথ তদন্ত দল নিয়ে আলোচনা হয়েছে বলে আইএসপিআর ওই বিবৃতিতে জানায়। এতে বলা হয়, প্রতিষ্ঠানটি (সেনাবাহিনী) জেআইটিতে তার প্রতিনিধিত্বের মাধ্যমে  বৈধ ও স্বচ্ছভাবে সঠিক ভূমিকা পালন করবে। ডন অনলাইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর