মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়ায় আটক মার্কিন নাগরিকের পরিচয় প্রকাশ

উত্তর কোরিয়ায় আটক মার্কিন নাগরিকের পরিচয় প্রকাশ করেছে দেশটির একটি বিশ্ববিদ্যালয়। আটক ওই মার্কিনির নাম কিম সাং দাক। তিনি টমি কিম নামেও পরিচিত। পিয়ংইয়ং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পিইউএসটিতে তিনি লেকচারার হিসেবে গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন। বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে গতকাল একথা জানিয়েছে। উত্তর কোরিয়ায় এ নিয়ে এখন পর্যন্ত তিন মার্কিন নাগরিক আটক আছেন। উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে কোরীয় উপদ্বীপে বিদ্যমান উত্তেজনার মধ্যেই মার্কিন ওই নাগরিকের আটকের ঘটনা ঘটল। গত শনিবার তাকে আটক করা হয়। দেশটি ত্যাগ করার মুহূর্তে তাকে পিয়ংইয়ংয়ের একটি বিমানবন্দর থেকে আটক করা হয়। তবে তার আটকের কারণ সম্পর্কে কিছুই জানায়নি দেশটি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ জানায়,  ত্রাণ কর্মসূচি নিয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়ায় ছিলেন আটক টমি কিম। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতর তার আটকের ব্যাপারে অবগত থাকলেও এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর