মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তুরস্কে আটক ইতালিয়ান সাংবাদিকের মুক্তি

দুই সপ্তাহ আটকে রাখার পর ইতালিয়ান সাংবাদিক গ্যাব্রিয়েল দেল গ্রান্ডকে (৩৪) গতকাল ছেড়ে দিয়েছে তুরস্ক। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে একথা জানায়। ব্লগার, লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক গ্যাব্রিয়েলকে গত ৯ এপ্রিল আটক করে তুর্কি পুলিশ। সিরিয়া সংকট ও আইএসের উত্থানের উপর একটি বই লেখার জন্য সিরিয়া থেকে তুরস্কে পালিয়ে আসা উদ্বাস্তুদের সাক্ষাৎকার নিচ্ছিলেন গ্যাব্রিয়েল। অনুমতি ছাড়া কেন এ কাজ করছিলেন এ অভিযোগে তাকে আটক করা হয়েছিল। আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে না এবং গবেষণার বিষয়বস্তু কী তা জানতে তুর্কি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এমন দাবি করে গত সপ্তাহ থেকে সে অনশন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দিতে বাধ্য হলো তুর্কি কর্তৃপক্ষ। গতকালই গ্যাব্রিয়েলের নিজ দেশে পৌঁছার কথা রয়েছে। এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর