বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে পিছু হটলেন ট্রাম্প

প্রতিবেশী দেশ মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির পরিকল্পনা থেকে সাময়িকভাবে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের বাজেটেই সেই দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা কেলিয়েন কনওয়ে জানিয়েছেন, দেয়ালের জন্য অর্থায়নের ব্যাপারটি আগামী বাজেটের বাইরে রাখা হবে এবং শুক্রবারেই দেশটির পরবর্তী বাজেট পাস করতে হবে। মেক্সিকোর অর্থেই দেয়াল নির্মিত হবে, এটি ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এ জন্য বাজেটে দেড় মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করেছিলেন ট্রাম্প। এতে ডেমোক্র্যাটরা আগেই সতর্ক করে দিয়েছিলেন, দেয়াল নির্মাণের বিষয়ে তহবিল সংগ্রহের যে কোনো প্রস্তাব তারা আটকে দেবেন। তারপরও প্রাচীরকে সমর্থন করে এটি নির্মিত হবেই বলে টুইট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসি।

সর্বশেষ খবর