সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

তুরস্কে চার হাজার কর্মকর্তা বরখাস্ত

ব্যর্থ সেনা অভ্যুত্থান

তুরস্কে চার হাজার কর্মকর্তা বরখাস্ত

তুরস্কের আরও চার হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গত বছর ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে বিচারক,

মন্ত্রণালয়ের কর্মকর্তা, সেনা কর্মকর্তা ও বিমান বাহিনীর সদস্যরা আছেন।  পৃথক একটি আদেশে তুর্কি সরকার দেশটিতে টিভি ডেটিং শো নিষিদ্ধ করেছে। আর শনিবার সকালে দেশটিতে অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রে নির্বাসিত আধ্যাত্মিক নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ রাখার সন্দেহে ৯ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং আরও এক হাজার পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। গত বছরের ওই ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পেছনে ফেতুল্লা গুলেনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ্এদিকে ভারত সফরের প্রাক্কালে শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক উন্নয়নের আহ্ববান জানিয়েছেন। গতকাল রবিবার থেকে তার প্রথম ভারত সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এ কথা জানায়। এ জন্য কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন এরদোগান। এই ইস্যু নিয়ে এবারই প্রথম এ ধরনের মন্তব্য করলেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর