সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

তুর্কি-সিরীয় সীমান্তে মার্কিন সেনা মোতায়েন

তুরস্কের সঙ্গে সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে মার্কিন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তুরস্কের সশস্ত্রবাহিনী ও কুর্দিশ মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি ইরাক ও সিরিয়ার দুটি কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুরস্ক বিমান হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই মার্কিন সেনা মোতায়েনের এ ঘটনা ঘটল। একজন ঊর্ধ্বতন কুর্দি কর্মকর্তা এপিকে জানিয়েছেন, সংশ্লিষ্ট অঞ্চলে বিমান উড়ানোর পাশাপাশি মার্কিন সেনারা গত বৃহস্পতিবার থেকে সেখানে টহল শুরু করেছে। এ সেনা মোতায়েন সাময়িক হলেও তা দীর্ঘ মেয়াদি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তুরস্কের বিমানবাহিনীর কয়েকটি হামলার প্রেক্ষিতে সম্প্রতি সিরিয়া ও ইরাকের সঙ্গে দেশটির সীমান্তে উত্তেজনা বেড়েছে। গত ২৫ এপ্রিল চালিত এ হামলা ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত সিনজার অঞ্চল ও সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে আঘাত হানে। তুরস্কের দাবি, তারা সন্ত্রাসীদের আস্থানায় এ হামলা চালিয়েছে। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর