সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

মহিষের সৌন্দর্য প্রতিযোগিতা

মহিষের সৌন্দর্য প্রতিযোগিতা

সবচেয়ে সুন্দর আজিখেলি জাতের মহিষ খুঁজে বের করতে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল পাকিস্তানে। দেশটির উত্তরাঞ্চলীয় সোয়াত অঞ্চলের রাজধানী, মিনগোরাতে কৃষক এবং মহিষ পালকেরা তিন দিনের এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ২০০টি মহিষ। আজিখেলি মহিষ শুধু সোয়াতেই পাওয়া যায় এবং এই জাতের মহিষ ওই অঞ্চলের ঠাণ্ডা আবহাওয়া সহ্য করে নিতে সক্ষম। এই জাতের মহিষ শুধু সুন্দরই নয়, তাদের দুধ এবং মাংসও অন্য মহিষের চেয়ে ভালো। মার্কিন সরকারের বৈদেশিক সাহায্য সংস্থা, ইউএসএআইডি মহিষের জাত সম্পর্কে সচেতনতা বাড়াতে এমন প্রতিযোগিতার অর্থ সাহায্য করে থাকে। এবার প্রথম পুরস্কারপ্রাপক লাইক বদর  পেলেন ৭৫ হাজার টাকা।  প্রথমবারের মতো পাকিস্তানে এ ধরনের মহিষ সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হল। বিবিসি।

সর্বশেষ খবর