সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

অভিশংসনের মুখে পদচ্যুত নেপালের প্রধান নারী বিচারপতি

প্রতিদিন ডেস্ক

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি অভিশংসন প্রস্তাবের মুখে পদচ্যুত হয়েছেন।

বিবিসি জানায়, ক্ষমতাসীন জোটের প্রধান দুই শরিক দল সুশীলা কারকির  বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব দাখিলের পর একটি অভিশংসন কমিটি গঠন করে তদন্ত শুরু হওয়ায় তিনি বরখাস্ত হন। সুশীলার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট রায় দেওয়া এবং নির্বাহী বিভাগের কাজে হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে অন্তত ২৪৯ এমপি স্বাক্ষর করেছেন। অভিশংসন তদন্ত শুরুর জন্য এর এক-চতুর্থাংশ স্বাক্ষরই যথেষ্ট ছিল। বিডিনিউজ।

সম্প্রতি পুলিশপ্রধান হিসেবে নেপাল সরকারের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশের পর থেকে প্রধান বিচারপতি সুশীলা ও সরকারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

সর্বশেষ খবর