বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

প্রয়োজনে ফের সার্জিক্যাল স্ট্রাইক : রাজনাথ

কলকাতা প্রতিনিধি

নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে যে কোনো সময় ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে বলে পাকিস্তানকে উদ্দেশ করে বললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গতকাল রাজস্থানের পালিতে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন রাজনাথ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্ত বরাবর পাকিস্তানের একের পর এক গোলাবর্ষণের বিরুদ্ধে এদিন সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৬ সালে এলওসি পেরিয়ে ভারতীয় সেনার পাক সীমানায় অবস্থিত জঙ্গি ঘাঁটি ধ্বংসের কথা মনে করিয়ে দিয়ে রাজনাথ বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে করো। ওটা তোমাদের কাছে মাত্র একটা বার্তা ছিল। প্রয়োজন মনে করলে ভারত যে কোনো মুহূর্তেই ফের সীমান্ত অতিক্রম করতে পারে। পালিতে মহারানা প্রতাপের একটি মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথ বলেন, ‘সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ডিজিকে নির্দেশ দেওয়াই আছে যে পাকিস্তানের তরফে কোনো আগ্রাসী মনোভাব দেখানো হলে সঙ্গে সঙ্গেই যেন তার যোগ্য জবাব দেওয়া হয়। তবে প্রথমে আমাদের তরফ থেকে কোনো গুলি চালানো হবে না। কিন্তু পাকিস্তানের তরফে যদি গোলাবর্ষণ শুরু হয় তবে আমাদের তরফে গুলির কোনো হিসাব রাখা হবে না।

সর্বশেষ খবর