বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

সাহায্য চান আইএস প্রধান বাগদাদি

সন্ত্রাসী গোষ্ঠী আইএসের কথিত রাজধানী সিরিয়ার রাকা শহর রক্ষার জন্য সাহায্য চেয়েছেন এ গোষ্ঠীর প্রধান আবু বকর আল-বাগদাদি। কুর্দি যোদ্ধারা রাকা শহরে অভিযান চালাতে পারে এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি আইএসের সদস্যদের কাছে এ শহর রক্ষার আবেদন জানালেন।

রাকার স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, আইএসের বিভিন্ন পর্যায়ের কমান্ডারদের শক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাগদাদি। পাশাপাশি ওই শহর থেকে যাতে বেসামরিক লোকজন চলে যেতে না পারে সেজন্যও সদস্যদের নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে আইএস সন্ত্রাসীরা ইউফ্রেটিস নদী থেকে ২০টি নৌকা আটক করেছে। বেসামরিক লোকজনকে রাকা শহর থেকে সরিয়ে নেওয়ার কাজে এসব নৌকা ব্যবহার করা হচ্ছিল।

সর্বশেষ খবর