বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

জাকার্তা গভর্নরের কারাদণ্ড

ধর্ম অবমাননা ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নরের দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আহক নামেই বেশি পরিচিত বাসুকি তিজাহাজা পুরনামার বিরুদ্ধে গতকাল দক্ষিণ জাকার্তার আদালত এ রায় দিয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় গত ৫০ বছরের ইতিহাসে আহক জাকার্তার প্রথম চীনা বংশোদ্ভূত গভর্নর। তার বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনী প্রচারণার সময় কোরআনের আয়াত ভুলভাবে উপস্থাপন করেছিলেন তিনি। এ ঘটনায় গত বছর আহকের বিরুদ্ধে বিক্ষোভ হয়। বিবিসি।

রুশ কর্মকর্তার শিরশ্ছেদ...

এবার এক রুশ গোয়েন্দা কর্মকর্তার শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন আইএস। গতকাল যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্সের বরাতে এ কথা জানায় বার্তা সংস্থা রয়টার্স। ১৯৪৫ সালে নািস বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার জয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় ১২ মিনিটের ওই ভিডিও প্রকাশ করা হয়। রুশ ভাষার ভিডিওতে দেখা যায় একজন রুশ সিরিয়ার একটি মরু এলাকায় হাঁটুগেড়ে বসে আছেন।

জাপানে ভূমিকম্প

জাপানের দক্ষিণাঞ্চলে গতকাল শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাত্ক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়ান দ্বীপপুঞ্জের মিয়াকো দ্বীপের অদূরে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।  এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর