বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

রবীন্দ্রনাথ আমার নিত্যসঙ্গী : মমতা

কলকাতা প্রতিনিধি

রবীন্দ্রনাথ আমার নিত্যসঙ্গী : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তার জীবনের প্রতিটি পরিস্থিতিতেই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নিত্যসঙ্গী। সুখের দিনেই হোক কিংবা সংকটের মুহূর্তে— সান্ত্বনা বা অনুপ্রেরণা পেতে তিনি সব সময় রবিঠাকুরকে স্মরণ করতেন। গতকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে কলকাতার ক্যাথিড্রাল রোড মঞ্চে উপস্থিত থেকে মমতা এসব কথা বলেন।

মমতা বলেন, ‘যদি কেউ আমায় ভয় দেখানোর চেষ্টা করে, যখন কেউ চমকায় তখন কবিগুরুর “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” এই গানটি মনে পড়ে যায়। একবারও ভাবতে হয় না, আপনাআপনি মনে পড়ে যায়। আমার যখন বড় একাকিত্ব লাগে, কেউ সঙ্গ  দেয় না, তখন আমার মনে পড়ে যায় “যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে” এই গানটি। মুখ্যমন্ত্রীর অভিমত, ‘রবীন্দ্রনাথ ছাড়া তার জীবন অর্থহীন। রবিঠাকুর শুধু বাঙালির নন, সবার। তিনি বিশ্বকবি, আমাদের প্রাণের কবি।

সর্বশেষ খবর