বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার

কোরীয় উপদ্বীপে শান্তি  প্রতিষ্ঠার অঙ্গীকার

মুন জায়ে-ইন

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই শিগগির উত্তর কোরিয়া পরিস্থিতি সামাল দেওয়াসহ সেখানে সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মুন জায়ে-ইন। তার সময়ে সিউলের উত্তর কোরিয়া নীতি আমূল বদলে যাবে বলেই ধারণা করা হচ্ছে। শপথের পর প্রথম ভাষণে মুন বলেছেন, সঠিক পরিস্থিতিতে তিনি উত্তর কোরিয়া সফরে যেতে ইচ্ছুক। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক এবং অর্থনীতির বিষয়টিও তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। উদ্বোধনী ভাষণে মুন বলেছেন, কোরিয়া উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় যা কিছু করা সম্ভব তা তিনি করবেন। তিনি বলেন, দরকার পড়লে আমি এক্ষুনি ওয়াশিংটনে যাব। পরিস্থিতি বিবেচনায় আমি বেইজিং এবং টোকিও এমনকি পিয়ংইয়ংয়েও যাব। পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের উত্তর কোরিয়া নীতির বিপরীত নীতিই নিতে চাইছেন মুন জায়ে-ইন। ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার সঙ্গে প্রায় সব সম্পর্ক ছিন্ন করেছিলেন পার্ক। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলছে তীব্র উত্তেজনা। পিয়ংইয়ংও কোনো কিছুর তোয়াক্কা না করে বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কোরিয়া উপদ্বীপে এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মুনের নেতৃত্বের ওপর এখন নজর সবারই। মুন উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ালে বর্তমান দক্ষিণ কোরীয় নীতি বদলে যাবে। তিনি উত্তর কোরিয়ার সঙ্গে বৃহত্তর সংলাপের পক্ষে কথা বলার পাশাপাশি দেশটির ওপর চাপ প্রয়োগ করে যাওয়া এবং নিষেধাজ্ঞা বহাল রাখার কথাও বলেছেন।

উত্তর কোরিয়ার অস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধে ব্যর্থতার জন্য আগের দুটো রক্ষণশীল প্রশাসনের সমালোচনাও করেছেন তিনি। উত্তর কোরিয়া এর আগে মুনকে তাদের পছন্দের প্রার্থী বললেও তার জয়ে এখন পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া জানায়নি। তবে দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ মিত্র দেশ যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে। বিবিসি

সর্বশেষ খবর