শিরোনাম
শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানে বোমা হামলা, নিহত ২৫

পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে মার্কিন অবরোধ

পাকিস্তানে বোমা হামলা, নিহত ২৫

পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ডেপুটি চেয়ারম্যান আবদুল গফুর হায়দারির গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি মানুষ। বেলুচিস্তান প্রদেশের মাস্তাংয়ের একটি সেমিনারির (ধর্মবিষয়ক প্রশিক্ষণালয়) বাইরে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই এ ঘটনা ঘটে। সর্বশেষ খবর পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। সিনেট ডেপুটি চেয়ারম্যান হায়দারিকে ওই সেমিনারিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে যোগদান শেষে তার গাড়িবহর যখন অনুষ্ঠানস্থল ত্যাগ করছিল তখনই সেটি লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। পরে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন। তবে বিস্ফোরণটি স্রেফ সাধারণ কোনো বিস্ফোরণ দ্রব্যের কারণে ঘটেছে না এটি কোনো আত্মঘাতী হামলা তা পরিষ্কার নয়। তবে পুলিশ বলছে, বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে। উদ্ধার কর্মীরা জানিয়েছেন, বোমা হামলায় হতাহতদের বেশিরভাগই জামিয়াত উলেমা-ই-ইসলাম নামে একটি রাজনৈতিক দলের কর্মী। হায়দারিও দলটির সঙ্গে সংশ্লিষ্ট। আহত হায়দারিকে চিকিৎসার জন্য কোয়েটার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো ও নিরাপদমুক্ত বলে প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকার জানিয়েছেন। এদিকে, নিহতদের মধ্যে হায়দারির গাড়িচালকসহ তার আরও দুজন সহযোগী রয়েছেন। এছাড়া সিনেটের আরও একজন কর্মকর্তাও এ হামলায় নিহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।  আহতদের মাস্তাং বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটিতে জরুরি অবস্থা ঘোষণা করে স্বাভাবিকের চেয়ে আরও বেশি চিকিৎসক ডাকা হয়েছে।

এদিকে পাকিস্তানভিত্তিক জঙ্গি সদস্য ও লস্কর-ই-তাইয়েবাসহ সংশ্লিষ্ট অঞ্চলের তালিবানসহ কয়েকটি জঙ্গি সংগঠনগুলোর উপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সংগঠনগুলোর নেতৃত্ব এবং অর্থের যোগানদাতা নেটওয়ার্ককে বাধাগ্রস্ত করার অংশ হিসেবে এ অবরোধ আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল ওএফএসির ট্রেজারি পরিচালক জন স্মিথ একথা জানিয়েছেন। মার্কিন অবরোধের শিকার সংগঠনগুলো হলো পাকিস্তানের লস্কর-ই তাইয়েবা এলইটি এবং এর দাতব্য শাখা ২০০৮ মুম্বাই হামলার মূলহোতা হাফিজ সাইদের জামাত-উদ-দাওয়াহ, তালিবান, জামাতুল-দাওয়া আল কোরআন জেডিকিউ, ইরাক ও সিরিয়ায় তত্পর আইএস  এবং আইএসআইএস-খোরাসান। বিশেষ করে এই অবরোধ হায়াতুল্লাহ গোলাম মোহাম্মদ (হাজি হায়াতুল্লাহ), আলি মোহাম্মদ আবু তুরাব, ইনায়াতুর রহমান ও তার দাতব্য সংগঠন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন ফর জামাত-উদ দাওয়াহ কোরআন অ্যান্ড সুন্নাহর (ডাব্লিউডিও) বিরুদ্ধে দেওয়া হয়েছে। ওএফএসি জানায়, জেডিকিউ ও এলইটির হয়ে কর্মকাণ্ড চালানো এবং তালিবান, আল-কায়েদা, আইএস ও আইএসআইএস-খোরাসানের জন্য সরঞ্জাম ও অর্থ যোগান দেওয়ার জন্য হাজী হায়াতুল্লাহর বিরুদ্ধে এ অবরোধ আরোপ করেছে। আর জেডিকিউকে সরঞ্জাম ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য আবু তুরাব অবরোধের মুখোমুখি হয়েছেন। এ বিষয়ে ওএফএসির পরিচালক জন স্মিথ বলেন, ‘নতুন নতুন সদস্য নিয়োগ এবং আত্মঘাতী বোমা হামলকারীদের ও অন্যান্য সহিংস জঙ্গি তত্পরতার জন্য অর্থ সরবরাহে উপরোক্ত সংগঠনগুলোকে সমর্থন দেওয়ায় পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের আর্থিক সহায়তা নেটওয়ার্কগুলোকে বাধাগ্রস্ত করতেই এ অবরোধের লক্ষ্য।’ ডন অনলাইন, পিটিআই।

সর্বশেষ খবর