শিরোনাম
শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

মার্কিন গোয়েন্দা বিমানকে রাশিয়ার ধাওয়া

মার্কিন গোয়েন্দা বিমানকে রাশিয়ার ধাওয়া

কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি বিমানকে শনাক্ত করে তাড়িয়ে দিয়েছে একটি রুশ এসইউ-৩০ যুদ্ধবিমান। ঘটনাটি ঘটে ৯ মে রাশিয়ার বিজয় দিবসে। তবে গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি প্রকাশ করে। কৃষ্ণ সাগরের নিরপেক্ষ জলসীমায় উড্ডয়নরত মার্কিন পি-৮এ পসেইডন নজরদারি বিমানটি রুশ সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ৯ মে জিএমটি ৯টায় এ ঘটনা ঘটে। কৃষ্ণ সাগরের নিরপেক্ষ জলসীমায় একটি বিমান রুশ রাডারে ধরা পড়ে। বিমানটি রুশ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিল। পরে রাশিয়ার একটি যুদ্ধবিমান বিমানটির কাছাকাছি গিয়ে এটিকে মার্কিন নজরদারি বিমান পি-৮এ বলে শনাক্ত করে। পরে রুশ বিমানটি মার্কিন বিমানটিকে তাড়া করে তাদের সীমান্ত থেকে দূরে সরিয়ে দেয়। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর