শিরোনাম
শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় বৌদ্ধ ভিক্ষুদের মদদ

মিয়ানমারে ইয়াঙ্গুনের কাছে স্থানীয় রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে মারামারির পর সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে পুলিশ সাতজন বৌদ্ধ জাতীয়তাবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বেশ কিছু বৌদ্ধ অবৈধ রোহিঙ্গা মুসলিমদের খোঁজে মিঙ্গালার তং নিয়ন্ত এলাকায় চড়াও হয়। এ ঘটনায় সংঘাতে সেখানে অন্তত এক ব্যক্তি আহত হয়। মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা ক্রমশই সংখ্যালঘু মুসলিমদের প্রতি বৈরী হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে এই সহিংসতার ঘটনা ঘটল। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বুধবার সকালের দিকে একদল বৌদ্ধ ভিক্ষুর নেতৃত্বে কিছু জাতীয়তাবাদীপন্থি ইয়াঙ্গুনের ওই এলাকায় হাজির হয়ে দাবি করে সেখানে মুসলমান রোহিঙ্গারা অবৈধভাবে বসবাস করছে। সেখানে মারামারি শুরু হয়ে গেলে, পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে হুঁশিয়ারি দিয়ে গুলি ছোড়ে। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে দুজন বৌদ্ধ ভিক্ষু। সহিংসতায় উসকানি দেওয়ার অপরাধে মিয়ানমারে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। মুসলমান আছেন যারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেন। মিয়ানমার সরকার তাদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসাবে দেখে। এএফপি।

সর্বশেষ খবর