শিরোনাম
শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

স্কুলের খাবারে সাপ

স্কুলের মধ্যাহ্নভোজে পাওয়া গেল একটি সাপের বাচ্চা। ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলার রাজকিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার স্কুলের শিক্ষার্থীদের খাবার পরিবেশন করার সময়ই সেটি নজরে পড়ে। এ ঘটনায় সরকারি স্কুলগুলোতে খাবারের মান নিয়ে ফের প্রশ্ন উঠল।

সূত্র জানায়, এদিন দুপুরের দিকে স্কুলের শিক্ষার্থীদের বসিয়ে ‘মিড-ডে মিল’র খাবার দেওয়া হচ্ছিল এবং কয়েকজন শিক্ষার্থী খাওয়াও শুরু করে। পরের দিকে একজন শিক্ষার্থী তার নিজের থালায় সাপের বাচ্চাটি দেখতে পেয়েই চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গেই খাবারের থালা রেখে উঠে পড়ে সবাই। সেই সঙ্গে বাকি শিক্ষার্থীদের ওই খাবার খেতে নিষেধ করা হয়। যদিও তার আগে দুই শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। এরপরই স্কুলের প্রিন্সিপাল বিরজ বালা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। ঘটনার পরই পুরো বিষয়টি খতিয়ে দেখতে ডেপুটি কমিশনার একটি তদন্ত কমিটি গঠন করেছে। কলকাতা প্রতিনিধি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর