শিরোনাম
শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

জরুরি অবস্থা প্রত্যাহার

জিকা ভাইরাস নিয়ে দেশব্যাপী জারি করা জরুরি অবস্থা তুলে নিয়েছে ব্রাজিল সরকার। কর্মকর্তারা জানান, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জিকা ভাইরাসে সংক্রমণের হার প্রায় ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে। এ সময়ে ৭ হাজার ৯১১ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত বছর একই সময়ে যে সংখ্যা ছিল ১ লাখ ৭০ হাজার ৫৩৫। ২০১৫ সালের মাঝামাঝিতে ব্রাজিলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব হয়। ওই বছর নভেম্বরে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে ব্রাজিল সরকার। ২০১৬ সালে ব্রাজিল অলিম্পিকের সময় জরুরি অবস্থা সর্বোচ্চ অবস্থায় ছিল। বিবিসি।

ক্ষেপণাস্ত্র কিনছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন একথা জানিয়েছে। প্রস্তাবের আওতায় দেশটি যুক্তরাষ্ট্র থেকে ১৬০টি ক্ষেপণাস্ত্র ক্রয় করবে যার আনুমানিক মূল্য ২ বিলিয়ন ডলার। আরব আমিরাতের প্রতিরক্ষা দফতর এক বিবৃতিতে জানায়, দেশটির জাতীয় নিরাপত্তার উন্নয়ন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি মেনেই এই অস্ত্র কেনা হচ্ছে। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে ৬০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং ১০০টি প্যাট্রিয়ট দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্রের অনুরোধ করেছিল ইউএই সরকার। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর