শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

চীন সাগরে মার্কিন বিমানকে ‘ধাওয়া’ চীনা যুদ্ধবিমানের

চীন সাগরে মার্কিন বিমানকে  ‘ধাওয়া’ চীনা যুদ্ধবিমানের

যুক্তরাষ্ট্রের একটি বিমানকে পূর্ব চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় ধাওয়া করেছে চীনের দুটি যুদ্ধবিমান। সুখোই এসইউ-৩০ নামে চীনা দুটি যুদ্ধবিমান ডব্লিউসি-১৩৫ নামে মার্কিন ওই বিমানটিকে ধাওয়া করে তাড়িয়ে দেয়। এর মধ্যে একটি বিমান মার্কিন বিমানটির ১৫০ ফুটেরও কাছাকাছি চলে আসে এবং এটির ওপর দিয়ে অপেশাদারভাবে চক্কর দেয়। গত বুধবার এ ঘটনা ঘটে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন গতকাল জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিমানটি পূর্ব চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় তেজস্ক্রিয়তা শনাক্ত করতে একটি মিশনে জড়িত ছিল। চীনের উপকূলবর্তী প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ আন্তর্জাতিক জলসীমায় মার্কিন তৎপরতার পরিপ্রেক্ষিতে সেখানে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। এর মাঝে মার্কিন বিমানকে চীনা যুদ্ধবিমানকে তাড়া করার এ ঘটনা ঘটল। এ বিষয়ে মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র লে. কর্নেল লরি হজ বলেন, ‘চীনা পাইলটদের আচরণের ধরন এবং বিমান দুটির গতি ও মার্কিন বিমান থেকে এদের অবস্থানের দূরত্বের কারণে এ ঘটনাকে অপেশাদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।’ কূটনৈতিক ও মিলিটারি চ্যানেলের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং সংশ্লিষ্ট পর্যায়ে একটি তদন্ত হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে, চীন এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে দেশটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের সমুদ্র উপকূলে নজরদারি কার্যক্রম চালানোর অভিযোগ এনেছে। এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে চীন বরাবরই এ ধরনের অভিযোগ আনে। বিবিসি

সর্বশেষ খবর