মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

বামদের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা

দীপক দেবনাথ, কলকাতা

১৮ দফা দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বামেদের নবান্ন অভিযানকে কেন্দ্র রণক্ষেত্র হয়ে উঠল নবান্ন সংলগ্ন কলকাতা ও হাওড়ার একাধিক জায়গা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সরকারি অফিস নবান্ন। ‘বাংলা বিপন্ন, চলো নবান্ন’ এই স্লোগান দিয়েই গতকাল ‘নবান্ন’ অভিযানে নামে কয়েক লাখ বামপন্থি কর্মী-সমর্থক। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতা ও হাওড়ার একাধিক জায়গায় পুলিশ ও বামপন্থি কর্মী-সমর্থকদের রীতিমতো সংঘর্ষ বাধে। রানি রাশমনি রোড থেকেও একটি মিছিল নবান্নের দিকে এগোতে থাকলে মেয়ো রোডের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে ওই মিছিলে অংশ নেওয়া বাম নেতা-কর্মী-সমর্থকদের। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের সিপিআইএম সম্পাদক ও বাম বিধায়ক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুসহ অন্যরা। একসময় মিছিলের ওপর পুলিশ লাঠি চার্জ করে। লাঠির আঘাতে আহত হন বিমান বসু। মিছিল থেকে ছোড়া ইটের ঘায়ে আহত হন অনেক পুলিশকর্মীও। এদিকে অভিযান শুরুর আগে নাগাদ নবান্নে ঢোকার চেষ্টার অভিযোগে সিপিআইএময়ের পাঁচ বিধায়ককে আটক করা হয়।

সর্বশেষ খবর