শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি আমিরাতের

কাতারের বিরুদ্ধে এবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে, বাহরাইন হুঁশিয়ার করেছে, কাতারের বিরুদ্ধে যেকোনো ধরনের পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছে। গতকাল  পর্যন্ত উপসাগরীয় আরব দেশগুলোর কূটনৈতিক সংকট নিরসনের দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্যরা বুধবারও কাতারের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করেছে। তবে কূটনৈতিক সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের  প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সমঝোতা করার চেষ্টা করলেও তাতে এখন কোনো ফলাফল আসেনি। সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ এনে সোমবার সৌদি আরব কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। বিবিসি

সর্বশেষ খবর