শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

এবার উত্তর কোরিয়া বেশ কয়েকটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গতকাল সকালে উত্তরের ওনসেন শহর থেকে স্বল্পপাল্লার ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি। ‘ভূমি থেকে জাহাজে’ নিক্ষেপযোগ্য এই গাইডেড মিসাইলগুলো ২০০ কিলোমিটার ওড়ার পর পানির কাছাকাছি নেমে এসে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। উত্তর কোরিয়া এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সপ্তাহখানেক আগে ২৯ মে উত্তর কোরিয়া একই স্থান থেকে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে গত বছরের মতো এ বছরও ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

সর্বশেষ খবর