শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্প মিথ্যাচার করেছেন : কোমি

প্রতিদিন ডেস্ক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তকারী সিনেট কমিটির শুনানিতে হাজির হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন সদ্য বরখাস্ত এফবিআই প্রধান জেমস কোমি। যুক্তরাষ্ট্রের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এই শুনানিতে বৃহস্পতিবার হাজির হন কোমি, যাকে ঠিক এক মাস আগে বরখাস্ত করেন ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় ট্রাম্পের ওই পদক্ষেপ ছিল ব্যাপক আলোচিত। খবর বিডিনিউজের। গণমাধ্যমে প্রচারিত এই শুনানি হোয়াইট হাউসে বসে ট্রাম্পও দেখেন বলে রয়টার্স জানিয়েছে। এর পরপরই হোয়াইট হাউসের এক প্রতিক্রিয়ায় বলা হয়, প্রেসিডেন্ট মিথ্যাবাদী নন। ট্রাম্পের বিজয়ী হওয়া ডিসেম্বরের ভোটে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। এর তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পর বরখাস্ত করা হয় কোমিকে। এর আগে ভোটের ঠিক আগে হিলারি ক্লিনটনের ই-মেইলকাণ্ডের তদন্তের জন্য ডেমোক্রেটদের সমালোচনায়ও পড়েছিলেন কোমি। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরের মাসে রুশ হস্তক্ষেপ নিয়ে সমালোচনার মধ্যে সরিয়ে দিয়েছিলেন জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মাইকেল ফ্লিনকে। ফ্লিনকেও জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন কোমি। তিনি দাবি করেছিলেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সে কাজ বন্ধ করতে বলেছিলেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে সিনেট কমিটি শুনানিতে তলব করে কোমিকে, যাতে তিনি হাজির হয়ে শপথ নিয়ে বক্তব্য রাখেন। সাবেক এফবিআই প্রধান বলেন, তাকে বরখাস্তের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সংস্থাটিকেও অসম্মানিত করছে ট্রাম্প প্রশাসন। কোমি বলেন, ‘টেলিভিশনে আমি যখন খবরটি দেখি যে রাশিয়াবিষয়ক তদন্তের জন্য আমাকে বরখাস্ত করা হয়েছে, তখন আমি বিস্মিত হয়েছিলাম।’ কোমির ভাষ্য, এর আগে বিভিন্ন সময় ট্রাম্প তার কাজের জন্য বাহ্বা দিয়ে আসছিলেন। আবার ট্রাম্প যখন বরখাস্তের পক্ষে সংস্থার সদস্যদের আস্থা হারানোর কারণ দেখিয়েছিলেন, তখন উদ্বিগ্ন হয়ে পড়েন কোমি, ‘এটা জলজ্যান্ত মিথ্যা। আমি খুবই দুঃখিত যে এফবিআইকে এ কথা শুনতে হলো এবং দেশের মানুষকে এ কথা শোনানো হলো।’ শুনানিতে কোমি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক উপদেষ্টা ফ্লিনকে নিয়ে তদন্ত বন্ধ করতে বলেছিলেন তাকে। এএফপি।

সর্বশেষ খবর