শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ

‘কোমির অভিযোগ ভিত্তিহীন’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে চলমান তদন্তের শুনানিতে অংশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচার নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমি। ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ বলে আখ্যা দেন তিনি। তার এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মার্ক কাসোউইত্জ।

তিনি বলেন, গত নভেম্বরের নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে তদন্তে কখনোই বাধা দিতে চাননি ট্রাম্প। বরং কোমি যেসব তথ্য গণমাধ্যমে ফাঁস করেছেন সেগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত। প্রেসিডেন্টের বিরুদ্ধে তার মিথ্যাচারের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেট কমিটির মুখোমুখি হন কোমি। এ সময় তিনি স্বীকার করেন যে, তার অধীনে ট্রাম্পের কার্যক্রমের ওপর নজর রাখছিল এফবিআই। বিবিসি।

সর্বশেষ খবর