শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

সিংহাসন ছাড়তে আর বাধা নেই জাপান সম্রাটের

সিংহাসন ছাড়তে আর বাধা  নেই জাপান সম্রাটের

সিংহাসন ছাড়তে আর কোনো বাধা নেই জাপানি সম্রাট আকিহিতোর। সম্রাটের সিংহাসন ত্যাগের বিলের অনুমোদন দিল দেশটির  পার্লামেন্ট। ২০০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো সম্রাটকে সিংহাসন ছাড়ার সুযোগ করে দিতে গতকাল এ বিলটির অনুমোদন দেওয়া হলো। ৮৩ বছরের সম্রাট আকিহোতোর এরই মধ্যে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে এবং তার প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছে। গত বছর টেলিভিশন ভাষণে তিনি বলেছিলেন, বয়স ও  স্বাস্থ্যের ক্রমাবনতির কারণে তার জন্য দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠছে। কিন্তু জাপানের বিদ্যমান আইনে সম্রাটের সিংহাসন ত্যাগের বিধান না থাকায় দেশটির আইনজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ অনুযায়ী, শিনজো আবে সরকার আইন করে সম্রাট আকিহিতোর সিংহাসন ছাড়ার সুযোগ করে দেয়।  বিবিসি।

সর্বশেষ খবর