শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

ব্রেক্সিট আলোচনা পিছিয়ে যাওয়ার আশঙ্কা

যুক্তরাজ্যের পার্লামেন্টে ক্ষমতাসীন টোরিদের (কনজারভেটিভ) সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ব্রেক্সিট আলোচনা পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আগামী ১৯ জুন থেকে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের ব্রেক্সিট আলোচনা শুরুর কথা আছে। ইউরোপীয় কমিশনে জার্মান প্রতিনিধি গুন্থা ওটিনা বলেন, পরিকল্পনা অনুযায়ী ১৯ জুন ব্রেক্সিট আলোচনা শুরু অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের এমন একটি সরকার প্রয়োজন যারা কাজ করতে পারবে। আলোচনার অংশীদার দুর্বল হলে সেখানে আলোচনার ফল উভয়পক্ষের জন্যই খারাপ হওয়ার ঝুঁকি থাকে। আমার মনে হয় এখন পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়ল। ব্রেক্সিট আলোচনা এখন  আরও ‘দীর্ঘায়িত এবং জটিল’ হবে বলে শঙ্কা প্রকাশ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ।

সর্বশেষ খবর