শিরোনাম
সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

কারা থাকছেন মে’র মন্ত্রিসভায়

কারা থাকছেন মে’র মন্ত্রিসভায়

ব্রিটেনের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এককভাবে সরকার গঠনে সমর্থ হচ্ছেন না কনজারভেটিভ নেত্রী তেরেসা মে। তা সত্ত্বেও নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা চলছে। ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট করে নতুন সরকার গঠন করছে মের দল।

বৃহস্পতিবারের ওই নির্বাচনে তার সামনের সারির আটজন মন্ত্রী পরাজিত হয়েছেন। অনলাইন সংবাদমাধ্যম স্কাই নিউজ খবর দিয়েছে, এসব পদে নতুন মুখ দেখা যেতে পারে। তবে  মে সরকারে খুবই পরিচিত পাঁচটি মুখ আছেন। বলা হচ্ছে,  তারা নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। নতুন মন্ত্রিসভায় ওই মন্ত্রীরা থেকে যেতে পারেন বলে খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। মের আসন্ন সরকার কতটা স্থায়ী হবে বা কতটা শক্তিশালী হবে তা নিয়ে রয়েছে সংশয়। বৃহস্পতিবারের পার্লামেন্ট নির্বাচনে তার দল কনজারভেটিভ  বেশি আসন পেলেও হারিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা। ডাউনিং স্ট্রিট সূত্রে স্কাই নিউজ জানিয়েছে, ওই পাঁচ মন্ত্রী হলেন চ্যান্সেলর অব এক্সচেকার বা অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড, পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন, ব্রেক্সিট বিষয়কমন্ত্রী ডেভিড ডেভিস। অবশ্য ফিলিপ হ্যামন্ডকে নিয়ে কনজারভেটিভ দলে উদ্বেগ আছে। তিনি ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একীভূত রাখার পক্ষে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ব্যাপক সমালোচনার মুখে আছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। দলের ভিতর থেকে তাকে পদ ছেড়ে দেওয়ার দাবিও ওঠেছে। অনেকে তাকে রেখে অন্য কাউকে প্রধানমন্ত্রী বেছে নেওয়ারও দাবি জানাচ্ছে।

সর্বশেষ খবর