বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

জেলেই যেতে হলো সাবেক বিচারপতি কারনানকে

কলকাতা প্রতিনিধি

জেলেই যেতে হলো সাবেক বিচারপতি কারনানকে

ভারতের সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত জেলেই যেতে হলো কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সিএস কারনান (৬২)কে। গতকাল দুপুরে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগারে। আপাতত সেখানেই কাটাতে হবে কারনানকে। মঙ্গলবার রাতে তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে কারনানকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর গতকাল সকালেই শীর্ষ আদালতে তার জামিনের আবেদন করেন আইনজীবীরা। কিন্তু শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় ও সঞ্জয় কিশান কৌলের নেতৃত্বে অবসারকালীন বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে দিয়ে ছয় মাসের কারাদণ্ড বহাল রাখে। ফলে কারাগারে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না কারনানের কাছে। প্রসঙ্গত, আদালত অবমাননার অভিযোগে তাকে সর্বোচ্চ আদালত ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল।

সর্বশেষ খবর