শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

প্রথম হংকং সফরে চীনা প্রেসিডেন্ট

প্রথম হংকং সফরে চীনা প্রেসিডেন্ট

সস্ত্রীক প্রেসিডেন্ট শি

চীনের হাতে হংকং হস্তান্তরের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট হিসেবে হংকং সফরে গেছেন শি জিনপিং। ২০১২ সালে চীনের শাসক দল কম্যুনিস্ট পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর শি জিনপিংয়ের প্রথম হংকং সফরকে খুবই প্রতীকী ভাবা হচ্ছে। এ সফর এমন সময়ে হলো যখন হংকং এক ধরনের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। শির সফরের আগে হংকংয়ের কয়েকজন প্রখ্যাত গণতন্ত্রপন্থি অ্যাক্টিভিস্টকে আটক করা হয়। গতকাল শি সস্ত্রীক হংকংয়ের লাপ কোক বিমানবন্দরে পৌঁছে এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘হংকং সবসময় আমার হৃদয়ে আছে।’ তিনি আরও বলেন, বেইজিংয়ের কেন্দ্রীয় সরকার সবসময়ই হংকংয়ের শক্ত সমর্থক ছিল। আর সবসময়কার মতো হংকংয়ের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনে অগ্রগতি আনতে সহায়তা দেবে। তিনি আরও বলেন, বেইজিং নিশ্চিত করবে, এক দেশ, দুই পদ্ধতি সিস্টেমের স্থিতিশীলতা যাতে বজায় থাকে। উল্লেখ্য, ১৯৯৭ সালে ব্রিটেন এ শহরটি চীনের হাতে হস্তান্তর করে। বেইজিং তখন ‘এক দেশ, দুই পদ্ধতির অধীনে এই শহর পরিচালনার প্রতিশ্রুতি দেয়। এর অধীনে হংকংয়ের নিজস্ব আইনি কাঠামো, একাধিক রাজনৈতিক দলসহ সীমিত গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর