শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

আইএসের কথিত খেলাফতের সমাপ্তি!

ইরাকের সরকারি বাহিনী গতকাল দেশটির উত্তরাঞ্চলীয় মসুল শহরের ঐতিহাসিক গ্রান্ড আল নুরি মসজিদের দখল নিয়েছে। এ মসজিদ থেকেই তিন বছর আগে ২০১৪ সালে খেলাফত ঘোষণা করেছিল জঙ্গি গোষ্ঠী আইএস। তাই  মসজিদটি দখলের মধ্য দিয়ে আইএসের দুর্গ খ্যাত মসুল যুদ্ধে সরকারি বাহিনীর প্রতীকী বিজয় হলো। ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র গতকাল একথা জানিয়েছেন। সেনাবাহিনীর একজন মুখপাত্র ইয়াহিয়া রসুল গতকাল রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘আইএসের কাল্পনিক রাজ্যের পতন হয়েছে।’ আইএসের দুর্গখ্যাত মসুল পুনর্দখলে নেওয়ার জন্য ৮ মাসের বেশি সময় ধরে লড়াই করছে ইরাকি বাহিনী। এক্ষেত্রে তাদের সহায়তা করছে মার্কিন বাহিনী। গত সপ্তাহে আইএস গ্রান্ড আল নুরি মসজিদে বড় ধরনের বোমা হামলা চালিয়ে সেটির ব্যাপক ক্ষতি করেছে। এতে মসজিদটির মিনারটি পুরো ধ্বংস হয়ে গেছে। ইরাকি বাহিনী যখন শহরটির দিকে তাদের অগ্রসরযাত্রা আরও জোরালো করছিল তখনই জঙ্গি গোষ্ঠীটি মসজিদটিতে ওই হামলা চালিয়েছিল। এদিকে, ইরাকি সরকার কয়েক দিনের মধ্যে মসুলে আইএসবিরোধী লড়াইয়ের সমাপ্তি টানার আশাবাদ ব্যক্ত করেছে। সরকারি বাহিনীর জোরালো আক্রমণে আইএস শহরটির ‘ওল্ড সিটি’র হাতেগোনা কয়েকটি এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে। রয়টার্স।

সর্বশেষ খবর