শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

২০৩০ সালে চাঁদে মানুষ পাঠাবে জাপান

জাপান ২০৩০ সালের দিকে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) এক প্রস্তাবনায় এ কথা বলা হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে জাপানের পক্ষ থেকে প্রথম নিজস্ব নভোচারী পৃথিবীর এ উপগ্রহে পাঠানোর ইচ্ছার কথা ব্যক্ত করা হলো। জাপানের তরফে বুধবার এ ধরনের ঘোষণাটি আসে। এশিয়ার চীন, ভারত ইতিমধ্যে চাঁদে মনুষ্য ও মনুষ্যবিহীন যান পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে। এতে সর্বশেষ সংযোজন হলো জাপান। গত বছরের ডিসেম্বরে চীন ঘোষণা দিয়েছে, তারা ভবিষ্যতে কোনো এক সময় চাঁদে একটি মনুষ্যবাহী মিশন পাঠাবে। সিএনএন।

সর্বশেষ খবর