শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জার্মান পার্লামেন্টে সমলিঙ্গে বিয়ে অনুমোদন

জার্মানির পার্লামেন্টে সমলিঙ্গে বিয়ে অনুমোদন পেয়েছে। যদিও অ্যাঙ্গেলা মেরকেল বিপক্ষে ভোট দিয়েছেন। ১৬৭ ভোটের ব্যবধানে বিলটি অনুমোদন পায়। এর ফলে এখন থেকে দেশটির সমলিঙ্গ জুটিরা বৈধভাবে বিয়ে এবং সন্তান নেওয়ার অধিকার পেল। জার্মানির চ্যান্সেলর মেরকেল সমলিঙ্গে বিয়ের আইনি বৈধতার বিপক্ষে অবস্থান নেওয়ায় পার্লামেন্টে এ প্রস্তাব নিয়ে ভোট আয়োজন আটকে ছিল। সোমবার মেরকেল নিজের অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেন।

দিয়ে এমপিদের এ বিষয়ে ভোট আয়োজন করতে বলেন। গতকালের ভোটে সমলিঙ্গে বিয়ের পক্ষে ৩৯৩টি এবং বিপক্ষে ২২৬টি ভোট পড়ে। দুজন অনুপস্থিত ছিলেন। ২০১৩ সালে নির্বাচনী প্রচারের সময় মেরকেল ‘সন্তানদের কল্যাণের’ কথা বিবেচনা করে সমলিঙ্গে বিয়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। তবে এ বিষয়ে তাকে ‘কঠিন সময়’ পার করতে হবে বলেও তখন স্বীকার করেছিলেন তিনি। ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেনসহ ইউরোপের আরও বেশ কয়েকটি দেশে সমলিঙ্গে বিয়ে বৈধ।

সর্বশেষ খবর