শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ওয়াশিংটনের ওপর ক্ষোভ

জার্মানির হামবুর্গে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনকে সামনে রেখে ওয়াশিংটনের ওপর ক্ষোভ ঝাড়লেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। মূলত বাণিজ্য ও পরিবেশ নিয়ে ওয়াশিংটনের অবস্থান ক্রমেই ধূম্রজালের সৃষ্টি করেছে ও বিশ্বায়িত বিশ্বের সঙ্গে বেমানান বলেও মন্তব্য করেছেন মেরকেল। জার্মান পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় মেরকেল বলেন, দুনিয়ার সমস্যা সমাধানে বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদের মাধ্যমে করা যাবে বলে যাদের বিশ্বাস, তারা ভুল।

 তার যুক্তি, সন্ত্রাসবাদ ও অভিবাসনসহ জি-২০ এর এজেন্ডায় থাকা চ্যালেঞ্জগুলোর একমাত্র উত্তর হলো বহুমুখী সহযোগিতা।

মেরকেল তার বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ করেননি। কিন্তু প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের জন্য ওয়াশিংটনের সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, ‘হামবুর্গে আয়েশি আলোচনা আশা করা উচিত নয় কারও। মতবিরোধ ধামাচাপা দেওয়াটা হবে কপটতার শামিল।’

পার্লামেন্টের ওই ভাষণে ইঙ্গিতও মিলছে যে, দুই দিনের হামবুর্গ সম্মেলনে ইউরোপিয়ান নেতাদের কাছ থেকে শীতল অভ্যর্থনাই জুটবে ট্রাম্পের। জলবায়ু নিয়ে মতবিরোধ ছাড়াও, ওয়াশিংটন ইঙ্গিত দিচ্ছে ইউরোপিয়ান স্টিলের ওপর শুল্ক আরোপের চিন্তা করা হচ্ছে। এ পদক্ষেপ নিলে আটলান্টিকের দুই পাড়ের সম্পর্কে আরও অবনমন ঘটবে বলে সতর্ক করে দিয়েছে বার্লিন ও অন্য ইউরোপিয়ান দেশগুলো। পলিটিকো

 

সর্বশেষ খবর